ভিজিটিং কার্ডে আছে মা ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত। নামের নিচে লেখা আছে জেনার্যাল প্র্যাকটিশনার। শিক্ষাগত যোগ্যতা এসএসসি। মূলত তিনি ছয় মাসের এমএলএএফ প্রশিক্ষণপ্রাপ্ত।
এসএসসি ও এমএলএএফ নিয়েই তিনি মা ও শিশু রোগ বিশেষজ্ঞ! নাম আর কে নাথ। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভূয়া এ চিকিৎসককে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বুধবার দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন বাস্তুহারা এলাকায় অভিযান পরিচালনা করেন।
মোহাম্মদ রুহুল আমীন বলেন, ১০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এরকম প্রতারণা না করার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তাছাড়া প্রতারণার জন্য তিনি ক্ষমা চান।
ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে রাসেল জানান, তিনি এসএসসি পাস। ৩-৪ বছর আগে কক্সবাজারের কলাতলী মোড় থেকে এমএলএএফ নামে ছয় মাস মেয়াদী একটি প্রশিক্ষণ নিয়ে ডাক্তার সেজে এই প্রতারণায় নামেন। এর বাইরে আর কোনো অভিজ্ঞতা নেই। অথচ ভিজিটিং কার্ডে লেখা মা ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন