রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
বুধবার রূপনগরের বিরুলিয়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মনির হোসেন (৪০) ও ভদ্র কর্মকার (৫০)। তারা কাভার্ডভ্যানের চালক ও হেলপার।
রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হন।
নিহতদের মধ্যে মনিরের গ্রামের বাড়ি ঝালকাঠিতে ও ভদ্রের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।
ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন