রাজশাহী মহানগরীতে পুকুরে ডুবে মো. মুন্না (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর সপুরা এলাকায় এ ঘটনা ঘটে। মুন্না নগরীর কয়েরদাড়া এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে। সে আটরশি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করতো।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে মুন্না গোসল করার জন্য সপুরা এলাকার একটি পুকুরে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে সে পানিতে তলিয়ে যায়। পরে দুপুরে তার লাশ পানিতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন ১৬/ সালাহ উদ্দীন