দুই বছর আগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় মো. সেলিম উদ্দিন নামের এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার দুপুরের দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর আসামির উপস্থিতে এই রায় ঘোষণা করেন।
পরে চট্টগ্রাম মহানগরের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ২০১৪ সালের ২৪ জানুয়ারি শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় তাদের পক্ষ থেকে মামলা করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পতেঙ্গা থানার পুলিশ।
বিডি-প্রতিদিন/২৬ জনু, ২০১৬/মাহবুব