রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় এক যুবতীকে (১৮) উদ্ধার করা হয়েছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। বর্তমানে তাকে রামেক হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিত্সা দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, মেয়েটি শারীরিক নির্যাতনের শিকার।
নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, ওই যুবতীর বাড়ি নগরীর মেহেরচণ্ডি এলাকায়। শনিবার রাত ১২টার দিকে কয়েকজন যুবক তাকে অজ্ঞান অবস্থায় রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসকদের জানান, মেয়েটিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তবে মেয়েটিকে হাসপাতালে রেখেই তারা চলে যান।
ওসি জানান, মেয়েটি শারীরিক নির্যাতনের শিকার হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তার জ্ঞান ফিরলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ