ময়মনসিংহে স্বামী-স্ত্রী হত্যার দায়ে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ আদালতের বিচারক মো. আমির উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম গোলাম মোস্তফা মিঠু (২৫)। ময়মনসিংহ জজ কোর্টের কোর্ট পরিদর্শক নওজেশ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জুলাই ময়মনসিংহ শহরের আকুয়া ওয়ারলেস গেট এলাকায় অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার আব্দুল হক ও (৬৫) ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা রায়াতুন নেসার বাড়ির ভাড়াটিয়া গোলাম মোস্তফা টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে এই দম্পতিকে কুপিয়ে হত্যা করে। তখন এলাকাবাসীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল।
ঘটনার পরদিন নিহত দম্পতির ছেলে হাসিবুর হক রানা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে প্রায় দু'বছর পর আদালত আসামির উপস্থিতিতে আজ এ রায় দেন।
বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ