জামায়াত শিবির ও জঙ্গী গোষ্ঠী কর্তৃক সংখ্যালঘু ও গুপ্ত হত্যাকাণ্ড হত্যাসহ বিভিন্ন পেশাজীবীর উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া পেশাজীবী সমন্বয় পরিষদ।
আজ বেলা ১২টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা সাম্প্রতিক গুপ্ত হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তি প্রিয় দেশে কোন নৈরাজ্যকারীদের ছাড় দেয়া হবে না। সন্ত্রাসবাদীদের রুখে দিতে প্রতিটি পাড়া মহল্লায় লাঠি-বাঁশি নিয়ে প্রস্তুত থাকতে হবে। সরকার যখন দেশের উন্নয়ন নিয়ে এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতার বিরোধী শক্তিরা কৌশলে সরকারের উন্নয়নকে বাধা গ্রস্থ করতে উঠেপড়ে লেগেছে। আমাদের সজাগ থাকতে হবে।
পেশাজীবী সমন্বয় পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এ্যাডঃ নরেশ মূখার্জি, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, তৌফিক হাসান ময়না, আবু সাঈদ সিদ্দিকী, মীর্জা আহসানুল হক দুলাল, এবিএম জিয়াউল হক বাবলা, ডাঃ এসএম মিল্লাত হোসেন, দৌলতুজ্জামান দৌলত, বিধান চন্দ্র সিংহ, সুকুমার দাস, আজিজার রহমান তাজ, প্রভাষক মাহমুদুল বারী মান্নান, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহেল কাফি তারা, আতাউল ওসমান গনি, এনামুল হক, মিজানুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৬/হিমেল-২৪