অবৈধভাবে পার্কিং করার অপরাধে চট্টগ্রাম বন্দর গেইটে ছয়জন ট্রাক চালককে ছয়হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে হেলমেট ছাড়া এবং জেটির ভেতরে তিনজন আরোহী নিয়ে মটরসাইকেল চালানোর অপরাধে দুইজনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- ট্রাক চালক মো. রাশেদ আলম, মো. আশাদুল হক, মো. রাসেল, মো. মিরাজ, মো. ইউনুচ ও মো. আবছার। এছাড়া মটরসাইকেল চালকরা হচ্ছেন মো. জামশেদ ও মো. কামাল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ