রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাস্তা থেকে রমনা যাওয়ার অংশে একটি বাস উল্টে গেছে বলে খবর পাওয়া গেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ ক’জন আহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান, দ্রতগতির কারণেই গাজীপুর পরিবহনের ঐ বাসটি উল্টে গেছে। বাসের নিচে দুইজন চাপা পড়লে তাদের উদ্ধারে ওভারব্রিজ নির্মাণের ক্রেন ও ফায়ার সার্ভিস সদস্যরা আসেন। এরপর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এদিকে এ ঘটনার পর পরই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল