টাঙ্গাইল ৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় জামিন পাননি। রানার জামিন আবেদনটি রবিবার উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও আবু জাফর সিদ্দিকীর অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন।
রানার আবেদনে বলা হয়, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তার জামিন প্রয়োজন। আবেদনের পক্ষে আইনজীবী আব্দুল মতিন খশরু ও আব্দুল বাসেত মজুমদার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন নামঞ্জুর করে আদেশ দেন। আদালত জানান, অপরাধের গুরুত্ব অনুযায়ী রানাকে জামিন দেওয়া ঠিক হবে না।
জানা যায়, এর আগে নিম্ন আদালত জামিন আবেদন খারিজ করে দিয়ে রানাকে কারাগারে পাঠিয়েছিলেন। পরে কারাগার থেকে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এমপি রানা।
বিডি প্রতিদিন/এ মজুমদার