যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় ৭ বছর কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আইনজীবী সহকারী মেহেদী হাসানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
এ বিষয়ে আসামির আইনজীবী খায়রুল ইসলাম লিটন সাংবাদিকদের জানান, আসামি মেহেদী গতকাল সকালে আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন করা হয়। জামিন শুনানিতে আদালতকে বলেছি আসামি মেহেদী শিক্ষানবিশ একজন আইনজীবী। এ ঘটনার সঙ্গে সে জড়িত নয়। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারনে আদালতে এসে আত্মসমর্পণ করেছেন। তাকে যে কোন শর্তে জামিন দেন। কিন্তু শুনানী শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে কারগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর সাইবার ট্রাইব্যুনাল আসামি মেহেদীকে ৭ বছরের করাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৬/মাহবুব