সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিবদ্র বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, রাতে একটি অটোরিকশা বলিবদ্র বাজার এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এ সময় দূর পাল্লার একটি যাত্রীবাহী বাস পিছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ১০ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম