শৃংখলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের এসআই উজ্জ্বল কান্তি দাস এবং এএসআই আনিসুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার তাদের বরখাস্তের নিদের্শ দেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।
সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, ‘শৃংখলা বিরোধী কাযকলাপের জন্য এসআই উজ্জ্বল ও আনিসুরকে বরখাস্ত করা হয়েছে। তদন্তে অপরাধের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, গত ৬ অক্টোবর রাতে নগরীর নিউ মার্কেট এলাকায় ক্রেতা সেজে অস্ত্র কিনতে চায় র্যাব-৭’র একটি দল। এসময় অস্ত্র বিক্রেতা তপন কান্তি দে ও দিদারকে গ্রেফতারের সময় গোয়েন্দা পুলিশের একটি দল গিয়ে অস্ত্র বিক্রেতাদের ছেড়ে দিতে বলে। এ নিয়ে র্যাব সদস্যদের সাথে বাকবিতান্ডে জড়িয়ে পড়েন তারা। পরে র্যাব সদস্যরা দুই ডিবি কর্মকর্তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনার প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
বিডি-প্রতিদিন/ ১০ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন