গাজীপুরে র্যাবে ও পুলিশ বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার রাত সাড়ে ১১ টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ফ্রিজ খালি না থাকায়, তাদের লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের ক্যাম্প উপপরিদর্শক বাচ্চু মিয়া।
জানা যায়, র্যাবের অভিযানে নিহত দুই জঙ্গি হলেন, নরসিংদী জেলায় তৌহিদুল ও রাশেদুল। আর পুলিশের অভিযানে নিহত সাত জঙ্গির মধ্যে একজন ছাড়া বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার