চট্টগ্রামের কদমতলী এলাকা থেকে মঙ্গলবার সকালে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে ওই অস্ত্রব্যবসায়ীর পরিচয় জানাতে পারেনি র্যাব কর্মকর্তারা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কদমতলী এলাকা থেকে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম