চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকা বিদ্যুস্পৃষ্ট হয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে রকিব (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/মাহবুব