ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, পবিত্র আশুরা পালনে তাজিয়া মিছিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা ও এলইডি লাইট দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকায় অবস্থিত হোসেনি দালান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, গত বছর তাজিয়া মিছিল বের করার আগে বোমা হামলার মতো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এবার এ ধরনের ঘটনা এড়ানোর জন্য সরকার ও দক্ষিণ সিটির সহযোগিতায় পুলিশ প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, পরিপূর্ণ শোকাবহ পরিবেশে শিয়া ও সুন্নি সম্প্রদায় যাতে কারবালার শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার কথা বিবেচনা করে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ঠিক রেখে এবার তাজিয়া মিছিলের আচরণে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোকজন আন্তরিকতার সঙ্গে বিষয়টি মেনে নিয়েছেন, আমাদের সহযোগিতাও করছেন। ধর্মীয় ভাব-গাম্ভীর্য পরিবেশে বিশৃঙ্খলা না করে আমরা দিনটি পালন করা হবেও তিনি আশা প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/মাহবুব