পুরান ঢাকার হোসানি দালান এলাকায় তাজিয়া মিছিল থেকে ১৪ জন পাইককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ওই এলাকার একটি মিছিল থেকে তাদের আটক করা হয় বলে জানান চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার।
কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ করে তাজিয়া মিছিলে ‘হায় হোসেন’ মাতম তুলে ধারালো অস্ত্র দিয়ে নিজেদের শরীর রক্তাক্তকারীদের পাইক বলা হয়।
ওসি শামীমুর বলেন, ইমামবাড়ার সামনের রাস্তায় বিকাল বেলা কয়েকজন পাইক দল বেঁধে ‘হায় হোসেন-হায় হোসেন’ বলে চিৎকার করছিল। এসময় ওই ১৪ জন পাইককে আটক করা হয়। তারা মিছিল চলাকালে আশপাশের মানুষজনের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তবে আটক পাইকদের কাছে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলেও তিনি জানান।
এ বিষয়ে ইমামবাড়া তাজিয়া মিছিল সমন্বয় কমিটির আহ্বায়ক মীর জুলফিকার আলী বলেন, “পাইকদের এবার নিষিদ্ধ করা হয়েছে। তারপরও তারা রাস্তায় নেমেছিল এবং উচ্ছৃঙ্খলা করছিল। পুলিশ ওদের আটক করলেও পরে ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলেে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/মাহবুব