গত ৭ই অক্টোবর দিবাগত রাতে ষষ্টিপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়ে বিজয়া দশমী’র মধ্যমে আজ উৎসবের সমাপ্তি ঘটেছে। টঙ্গীর ৯টি পূজা মন্ডপের মধ্যে টঙ্গী বাজার দূর্গা মন্দির, আমতলী হরিজন ঐক্য পরিষদ, মরকুন পূর্ব পাড়া সেবা সংঘ ও মরকুন সেবাশ্রম সংঘ, শিলমুন দুর্গা পূজামন্ডপ, শিলমুন যোগিবাড়ি পূজামন্ডপ, খরতৈল পূজামন্ডপ, তিলারগাতি পূজামন্ডপ ও দত্তপাড়া পূজামন্ডপসহ প্রতিটি পূজামন্ডপ কমিটির লোকজন বিকাল চারটায় তুরাগ নদীতে, নিমতলী, মারুকা, দত্তপাড়া এলাকায় প্রতিমা বিসর্জন করেন।
টঙ্গী থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা বলেন, এবার আইন শৃংখালা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যাপক ভূমিকা রেখেছেন। যার ফলে প্রতিটি পূজামন্ডপে ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা সুষ্ঠভাবে পূজামন্ডপ পরিদর্শন করেন। অন্যান্য বছরের তুলনায় এবার ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত।
বিডি প্রতিদিন/ ১১ অক্টোবর ২০১৬/হিমেল