রাজধানীর কদমতলীর রায়েরবাগে ট্রাকের ধাক্কার মো. হান্নান (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হান্নানের ছোট ভাই মেহেদী হাসান বলেন, রাতে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন হান্নান। পথে রায়েরবাগ হাসেম রোড এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত হান্নানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/মাহবুব