রাজধানী ঢাকার ভাটারা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে মো. মাসুম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাটারায় নির্মাণাধীন ওই ভবনের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে ভবনের উপর থেকে একটি বাঁশ পড়ে মাসুমের মাথায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ হিমেল