জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে ৫ লাখ টাকা অর্থায়নের অভিযোগে মঞ্জুর এলাহী নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বুধবার রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সিও লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ।
চট্টগ্রামের হাটহাজারী থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার অভিযোগপত্র আসামি মঞ্জুর এলাহী।
র্যাব জানায়, মঞ্জুর এলাহী গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দীপ এলাকায়। তিনি জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে চেকের মাধ্যমে ৪ লাখ ২০ হাজার ও নগদ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন।
বিডি-প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/মাহবুব