রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে মনির হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনার পর রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে
নিহত মনির হোসেন ফেনী জেলার সোনাইগাঁথি উপজেলার চর দরবেশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বহুতলা ভবনের নির্মাণ শ্রমিক ছিলেন মনির। রাতে কাজ শেষে ভবন থেকে বের হওয়ার সময় ওপর থেকে পড়া কাঠের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দিবাগত রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ভবনের কাঠ পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব