রাজধানীর খিলগাঁ ফ্লাইওভারে দুইটি দ্রুতগামী মটরসাইলের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। দু'জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। অপর দু'জনকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
রবিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মটরসাইকেল ফ্লাইওভারের ওপরে দ্রুত চালানোর প্রতিযোগিতা করছিল। এ সময় মটরসাইকেল দু'টির মধ্যে সংঘর্ষ হয়ে চার আরোহী ছিটকে পড়ে আহত হন। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ