রাজধানীর দক্ষিণখানে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোর রাতে মধুবাগে এ ঘটনা ঘটে। সকালে মেয়েটির মা বাদী হয়ে আনোয়ারের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামের মামলা দায়ের করেন বলে জানান দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র রায়।
নির্যাতনের শিকার ওই কিশোরীর বাড়ি খুলনার পাইকগাছায়। তার মা একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন। মধুবাগে মামার পরিবারের সঙ্গে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকেন তারা।
মেয়েটির মায়ের অভিযোগ, ''ভোর রাতে গ্রেফতার আনোয়ারসহ এক যুবক বটি নিয়ে তাদের বাসায় ঢুকে পড়ে। তার ওই সহযোগী ধারাল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। আর সে তাদের সামনে তাকে ধর্ষণ করে।”
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব