ঢাকার অদূরের সাভার পৌর এলাকার ইমান্দিপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে ওই এলাকার করিম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ইমান্দিপুরে নিজ ভাড়া বাড়িতে রান্না করছিলেন রিকসাচালক রফিকের নির্যাতিতা ওই স্ত্রী (২৩)। পরে বাড়ির আরেক ভারাটিয়া বখাটে যুবক মোহাম্মদ আলামিন ওই গৃহবধূকে ধরে তার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। সকালে ওই গৃহবধূ সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ ইমান্দিপুর এলাকা থেকে ওই বখাটে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলামিনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব