সাভারে ৮০০ পিস ইয়াবা ও একশ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার দিবাগত রাত ১১টার দিকে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান উত্তর গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ।
আটককৃতরা হলেন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মাঝ কাজীরচর গ্রামের আব্দুল লতিফের ছেলে আসলাম বিল্লাল (৩২), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গলগোন্ডা গ্রামের আইন উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩৫), ফরিদপুর জেলার মধুখালি থানার গোন্দায়দিয়া গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে মো. রানা শেখ (২২), পিরোজপুর জেলার কাউখালিখ থানার হোগলা গ্রামের মৃত এনামুল হকের ছেলে কাজল (৫২)।
ওসি এএফএম সায়েদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধামরাই থানাধীন ইসলামপুর এলাকার আব্দুল আউয়ালের ৫তলা বাড়ির ৩য় তলায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা ও একশ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই ওসি সায়েদ।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/মাহবুব