রাজধানী ঢাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৪২ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।
তিনি বলেন, ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে ২৪ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে ৪ হাজার ৩শ’ পিস ইয়াবা, ৫শ’ ৫ গ্রাম হেরোইন, ৬ কেজি গাঁজা, ৬টি ইনজেকশন ও ১৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন