জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের শিক্ষার্থী দীপা রাণী নাথ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও দীপার পরিবারের সদস্যরা । আজ দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দীপা রাণীর মা রুপালী দেবনাথ, দীপা রাণীর বোন সুবর্ণা দেব নাথ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান মহিলা ঐক্য পরিষদের ঢাকা মহানগরের সভাপতি সুপ্রিয়া ভট্রাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আইয়ুব আলী, প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
দীপা রাণীর স্বামী সুব্রত চৌধুরীকে মুঠোফোনে হত্যাকাণ্ডের সর্ম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ময়না তদন্তের মাধ্যমে সঠিক তথ্য জানা যাবে। এ সম্পর্কে এখন কোন মন্তব্য করতে চাই না। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দীপা রাণী হত্যায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়না তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার