টঙ্গীর মাছিমপুর এলাকা থেকে সোমবার সকালে পায়ে শিকল বাঁধা ও গামছা দিয়ে গলায় ফাঁস লাগালো অবস্থায় এক পত্রিকা হকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বায়েজিদ আলম তালুকদার (৩২)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিনুর আক্তার ও রেজাউল নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বায়েজিদ আলম তালুকদার টঙ্গী স্টেশনরোড এলাকার পত্রিকা এজেন্ট ফারুক হোসেনের অধীনে থেকে পত্রিকা বিক্রি করতো। গত একবছর পূর্বে ফারুক হোসেন তাকে পত্রিকার বকেয়া বিল পরিশোধের জন্য ২৪ হাজার টাকা দিয়ে ঢাকায় এজেন্টের কাছে পাঠায়। সে ওই টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে গত রবিবার রাতে গাজীপুর চৌরাস্তা থেকে বায়েজিদকে ফারুকের লোকজন ধরে এনে টঙ্গীর মাছিমপুরের হারুনুর রশিদের মেস বাসায় পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। সোমবার ভোর ৪টার দিকে ওই বাসায় থাকা অপর হকার রেজাউল ও আহাদ বায়েজিদের পায়ে বাঁধা শিকল জানালার শিকের সাথে তালাবদ্ধ করে বাহির থেকে ছিটকিনি আটকে চলে যায়। পরে সকাল সাড়ে ৬টার দিকে আশপাশের লোকজন কক্ষে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কক্ষের সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বায়েজিদের লাশ উদ্ধার করে। নিহত বায়েজিদ নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ইসলামপুর গ্রামের মাহবুবুল আলম তালুকদারের ছেলে। সে দত্তপাড়া বনমালা রোডের ৭/১নং বাসায় থেকে এলাকায় পত্রিকা বিক্রি করতো।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী থানার এসআই আবুল খায়ের বলেন, পায়ে শিকল বাঁধা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না, আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৭