ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় আহতদের দেখতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যাচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় এ প্রতিনিধি দলের রওনা হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের নেতৃত্বে ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রাব্বানী চিনু ও মারুফা আক্তার পপি দলে অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে পোস্ট দেয়ার অভিযোগে আটক রসরাজ দাস (৩০) নামে এক যুবকের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা।
শনিবার বিকেল থেকে ওই যুবকের ফাঁসির দাবিতে স্থানীয়রা সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ ঘটনায় রবিবার অন্তত ১০টি মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া ভাঙচুর ও লুটপাট করা হয়েছে শতাধিক ঘর-বাড়িতেও।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন-০১