রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে ৪০টি মানবকঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার কাফরুল থানাধীন ইটখোলা এলাকার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় ওই ফ্ল্যাট থেকে ভাড়াটিয়া নুরুজ্জামানকে আটক করে পুলিশ।
আটক নুরুজ্জামান ন্যাশনাল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে কার্টনের ভেতর থেকে ৪০টি মানবকঙ্কাল জব্দ করা হয়।
বাড়ির মালিক ইলিয়াস সাইফুল্লার কাছ থেকে ওই ফ্ল্যাটটি ভাড়া নেন নুরুজ্জামান।
মাসুদ আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবদে নুরুজ্জামান জানিয়েছেন- 'তিনি এ কঙ্কালগুলো তার সিনিয়র বড় ভাইদের কাছ থেকে কিনে নিজের কাছে রাখেন। পরে এগুলো জুনিয়রদের কাছে বিক্রি করে কিছু টাকা আয় করেন।'
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীর কাছে কঙ্কাল থাকতেই পারে। তবে আমরা বিষয়টি জানতে কাজ করছি’।
বিডি প্রতিদিন/ ০৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২৩