বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক (এমপি) ও যুবলীগ প্রেসিডিয়াম মেম্বার জনাব শহীদ সেরনিয়াবাতের মামা সমবায় অধিদফতরের সাবেক জয়েন্ট রেজিস্ট্রারার জনাব কাজী রইসুর রহমান আর নেই (ইন্না নিল্লাহি...রাজিউন)।
শনিবার দুপুর একটা ৫৫ মিনিটে তার মগবাজারস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
রবিবার বরিশাল জেলার আগৈলঝারা উপজেলার বেলুহার কাজী বাড়িতে বাদ যোহর দুপুর ২টায় তার নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজা ও দাফনে তার আত্মীয়স্বজন ও সকল গুণগ্রাহীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৬/মাহবুব