গৃহকর্মী নির্যাতন মামলায় খালাস পেলেন ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় ঘোষণা করেন। এসময় শাহাদাত ও জেসমিন আদালতে উপস্থিত ছিলেন।
গত ২২ ফেব্রুয়ারি শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর গত ৩১ অক্টোবর একই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে অমানুষিক নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর বিরুদ্ধে মামলা হয়। ঘটনার তদন্ত করে একই বছরের ২৯ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৮