নগরী থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানাধীন খলিফাপট্টি এলাকার একটি বিল্ডিংয়ের সরু গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে চার পাঁচদিন আগে তার মৃত্যু হয়েছে। পচে গিয়ে গন্ধ বের হওয়ার পর স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৩