রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আনসার আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে আমির হোসেন (২৫)। তাদের বাড়ি উপজেলার শিবপুর গ্রামে।
রবিবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলা সদরের ত্রিমোহনী মোড়ে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মনির হোসেন জানান, আমির হোসেন একজন ভ্যানচালক। তার ভ্যানে চড়ে উপজেলা সদরে যাচ্ছিলেন বাবা আনসার আলী। পথে উপজেলা সদরের কাছেই ত্রিমোহনী মোড়ে একটি ট্রাক তাদের ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা বাবা-ছেলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনসার আলীকে মৃত ঘোষণা করেন। আর অবস্থার অবনতি হওয়ায় আমির হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ অক্টোবর, ২০১৬/মাহবুব