রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ২৪ আগ্নেয়াস্ত্রসহ ২৯টি বিভিন্ন ধরণের অস্ত্র, ৭৬ রাউন্ড গুলি, ২৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া বেশ কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়। এ সময় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি এ তথ্য জানিয়েছে।
ডিএমপি থেকে জানানো হয়, অক্টোবর মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কিছু সফল অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে সাতটি বিদেশি রিভলবার, একটি দেশি পিস্তল, ১২টি বিদেশি পিস্তল, চারটি শাটার গান, অন্যান্য ৫টি অস্ত্র, ৭৬ রাউন্ড গুলি ও ২৪টি ম্যাগাজিন। এ সংক্রান্তে ১১টি মামলা রুজু এবং ২৬ জনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে বিস্ফোরকদ্রব্যের মধ্যে রয়েছে ৭২০টি চকলেট বোমা, ৫০টি ককটেল ও ৭৫ কেজি বিস্ফোরক আতশবাজী। এ সংক্রান্ত ছয়টি মামলা রুজু এবং ১০ জনকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ