হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি হাতে অতর্কিত হামলা চালিয়েছেন অজ্ঞাত পরিচয়ে এক যুবক। এ ঘটনায় বিমানবন্দর আমর্ড পুলিশসহ (এপিবিএন) চারজন জখম হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার সন্ধ্যে সাতটার কিছু পরে বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়।
পরে ছুরি হাতে চারজনকে জখম করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে এক বিদেশগামী যাত্রীর ওপর হামলা চালান তিনি। তবে ওই হামলাকারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. রাফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন