হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নকর্মীর ছুরিকাঘাতে সোহাগ আলী নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার রাত সোয়া ৮টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন।
তিনি বলেন, সন্ধ্যায় সাতটার দিকে বিমানবন্দর বর্হিগমন লাউঞ্জ এলাকায় আনসার সদস্য সোহাগকে জখম করেন এক নিরাপত্তাকর্মী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সাগর বলেন, হামলাকারীরর পরিচয় এখনও স্পষ্ট নয়। তবে বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা এ কে ট্রেডার্সের এক কর্মী এ হামলা চালিয়েছেন বলে শোনা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন