চট্টগ্রাম নগরীর বন্দর থানার সিসিটিএল ডিপোতে রবিবার রাত ৮টার দিকে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল (২৮) কন্টেইনার পরিবহনে ব্যবহৃত লরি চালকের সহকারী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বলেন, নিজ গাড়ি থেকে নামার সময় পা পিছলে মাথায় আঘাত পান রাসেল। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ