রাজধানীর মিরপুর এলাকায় বাসচাপায় শহিদুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে মিরপুর-১৩ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল পুরনো কচুক্ষেত এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে মিরপুর-১৩ নম্বরের মেইন রোড দিয়ে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শহিদুল। এসময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহটি পরিবারের কাছে হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২