খাদিজা আক্তার নার্গিসের আরেক দফা অপারেশনের প্রস্তুতি নেয়া হয়েছে। সোমবার তার বাম হাতের অপারেশন করা হবে। এছাড়াও মাথায় অপারেশন করা হতে পারে। খাদিজার বাবা মাসুক মিয়া এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১০ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসের গলায় অস্ত্রোপচার করা হয়। ১৭ অক্টোবর খাদিজার ডান হাতের অপারেশন করেছিলেন চিকিৎসকরা। ২৭ অক্টোবর তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকালে এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় শাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে খাদিজা বেগমকে গুরুতর আহত করেন। প্রথমে নার্গিসকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয় নার্গিসকে। পরে অবস্থান উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়। গলায় অস্ত্রোপচারের পর এখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন খাদিজা।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/ফারজানা