রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালীতে পুলিশ চেক পোস্টের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে মতিহার থানা পুলিশ চেক পোস্টের একটু দূর থেকে লাল স্কচটেপে মোড়ানো বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানান থানার সহকারী পুলিশ কমিশনার সুশান্ত কুমার রায়।
তিনি জানান, নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনা করে থাকে। এর ফলে নগরীর ভেতরে কেউ অস্ত্র বা গোলাবারুদ নিয়ে প্রবেশ করতে পারে না। সন্ত্রাসীরা দূর থেকে পুলিশ দেখে হাত বোমাগুলো ফেলে রেখে চলে যায়। পরে একজন পথচারী রাস্তার ধারে একটি ব্যাগের মধ্যে বোমাগুলো পড়ে থাকতে দেখে চেক পোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের খবর দেয়। এরপর সেগুলো উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়।
সুশান্ত কুমার আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা হাত বোমাগুলো নিয়ে নগরীতে প্রবেশের চেষ্টা করে। তবে চেক পোস্টের পুলিশের কাছে ধরা পড়তে পারে-এমন আতঙ্কেই সেগুলো ফেলে চলে গেছে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৬/মাহবুব