রাজশাহীতে ৭ নভেম্বরের কর্মসূচি পালন করেছে নগর বিএনপি। এছাড়া একটি কমিউনিটি সেন্টারে কর্মসূচি পালন করে জেলা বিএনপি। সোমবার সকালে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে ভুবন মোহনপার্ক শহীদ মিনারে কর্মসূচি পালন করতে চান নেতাকর্মীরা। তবে এতে বাধা দেয় পুলিশ। পরে দলীয় কার্যালয়ের নিচে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু।
সকাল সাড়ে ১১টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মসূচির উদ্বোধন করেন সভাপতি নাদিম মোস্তফা। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাইনুল আহসান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৭