বরিশালে মাদকবিরোধী প্রচারাভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে নগরীর নথুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন পরিবহনে মাদকের ভয়াবহতা সংক্রান্ত স্টিকার সাটিয়ে দেয়া হয় এবং মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।
প্রচারাভিযানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুরে নগরীর নদী বন্দরেও একইভাবে প্রচারাভিযান চালায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৯