সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সম্মিলিত শিক্ষক পরিষদ। আজ বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক নাসিম আকতার হোসাইন বলেন, বাংলাদেশের মতো অসাম্প্রদায়িক দেশে ফেসবুকে ধর্ম অবমাননা হয়েছে এমন অভিযোগ তুলে একটি গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা করেছে তা নিন্দনীয়। অথচ এ হামলার সাথে যারা জড়িত তাদেরকে বাচাঁনোর জন্য শাসক গোষ্ঠী বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার হাতে ক্ষমতা তার লোকজন যদি এভাবে সংখ্যালঘুদের উপর হামলা করে তাহলে তারা কোথায় যাবে? এ গর্হিত অপরাধের দ্রুত বিচার করার আহবান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কামরুল আহসান ও অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, সদস্য সচিব অধ্যাপক শরীফ উদ্দিন, অধ্যাপক শামসুল আলম সেলিম, সহকারি অধ্যাপক ড. সোমা মমতাজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/2