চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় বিএসআরএম কারখানার সামনে লরি চাপায় আমিনুল ইসলাম (৩২) নামে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। গত রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ কুমার বড়ুয়া।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম কারখানার সামনে পাক্কা রাস্তার মাথা এলাকায় লরি চাপায় আমিনুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সহকর্মী গোপাল রহমান চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপাল বলেন, আমিনুল বিএসআরএম'র নিরাপত্তা প্রহরী। পেশাগত দায়িত্ব পালনের সময় বিএসআরএম'র পণ্যবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ