সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে আয়োজিত এ মানবন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও পুরান ঢাকার ২২টি সংগঠন অংশ নেয়। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার জড়িতদের বিচার দাবি করেন বক্তারা।
মানবন্ধনে বক্তারা বলেন, নাসিরনগরের হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। হবিগঞ্জ ও সুনামগঞ্জেও স্বার্থান্বেষীরা পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে। এসব হামলা পরিকল্পিতভাবে হওয়া সত্ত্বেও প্রশাসন নির্বিকার ছিল। এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দেব প্রসাদ চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা বারের সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাজী মো. নজিবুল্লাহ্ হিরু, ড. অরুণ কুমার গোস্বামী, জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সদস্য রঞ্জন বিশ্বাস, মহাকাল মদন প্রমুখ,সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রিয়ব্রত পাল, মানববন্ধন সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ/১৮