চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন স্ট্র্যান্ড রোডের বাংলাবাজার ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে দেশে তৈরি এলজি ও কার্তুজসহ মো. রিয়াজ নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে বাংলাবাজার ঘাটে এ ঘটনা ঘটে বলে জানান সদরঘাট থানার এসআই শিমুল দাশ।
তিনি বলেন, বাংলাবাজার ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজা মিয়া গ্রুপের শ্রমিকদের মারধর করে ইদ্রিস গ্রুপের লোকজন। এর জের ধরে শ্রমিকরা লাইটার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ করে বিক্ষোভ করে। তারা মিছিল বের করলে সাঈদ ও ইদ্রিস গ্রুপের লোকজন হামলা চালায়। এ সময় অস্ত্র তাক করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে রিয়াজকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার রিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন