চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নগরের ইপিজেড থানাধীন বিএনএস ঈসা খাঁ গেইট থেকে পতেঙ্গা থানাধীন সীবিচ হয়ে নেভাল একাডেমী পর্যন্ত রিভার সাইড সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে আজ দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য সামগ্রী রেখে সর্ব সাধারণের চলাচলে অসুবিধা দৃষ্টির দায়ে আনোয়ার হোটেলকে পাঁচ হাজার টাকা, মো. আজমকে তিন হাজার টাকা, মিম ফার্নিচারকে দুই হাজার টাকা, জান্নাত হোটেলকে দুই হাজার টাকা, ইউসুফ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা, জামাল হোটেলকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন বলেন, সড়কে অবৈধ স্থাপনা ও অবৈধভাবে ফুটপাত বেদখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার